এয়ারটেল সিমে ১৫৮ টাকায় ১২ জিবি ও ৮০ মিনিট

এয়ারটেল সিমে ১৫৮ টাকায় ১২ জিবি ও ৮০ মিনিট


আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক বন্ধুগণ, আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা এয়ারটেল সিমে অল্প টাকায় বেশি এমবি এবং মিনিট খোঁজেন তাদের জন্য আজকের পোস্ট খুবই গুরুত্বপূর্ণ। এয়ারটেল সিম কোম্পানি আপনার জন্য দারুন একটি অফার নিয়ে চলে এসেছে। আজকের পোষ্ট মনোযোগ সহকারে আপনারা পড়লে পেয়ে যাবেন ১৫৮ টাকায় ১২ জিবি এবং সেই সাথে ৮০ মিনিট, যার মেয়াদ থাকবে ৩০ দিন। 

এয়ারটেল সিমে ১৫৮ টাকায় ১২ জিবি ও ৮০ মিনিট


১৫৮ টাকায় ১২ জিবি ও ৮০ মিনিট

বন্ধুগণ, প্রথমে আপনারা আপনাদের ফোনটি হাতে নিবেন। তারপর মোবাইলের ডায়াল পেডে চলে যাবেন। সেখানে গিয়ে আপনার প্রিয় Airtel সিমটি দিয়ে ডায়াল করে দিবেন *৪#। তারপর এমন একটি পেজ আপনার নিকটে চলে আসবে।

এয়ারটেল সিমে ১৫৮ টাকায় ১২ জিবি ও ৮০ মিনিট

আপনি নিচে দেখতে পারবেন স্টার চিহ্ন দেওয়া আছে সামনে এগুনোর জন্য। আরেকটু নিচে দেখতে পারবেন একটি লেখার অপশন আছে। তো লেখার অপশনে স্টার চিহ্ন লিখে সেন্ড অপশন এ ক্লিক করে সামনে যেতে থাকবেন। এভাবে বারবার সামনে এগোবেন এবং এই এমন ধরনের  ইন্টারপেজ আসবে। অর্থাৎ আপনি স্টার চিহ্ন লিখে সেন্ড এ ক্লিক করে সামনে যেতে থাকবেন। দেখবেন, হুট করে এক সময় আপনার চোখের সামনে আপনার কাঙ্খিত অফারটি চলে আসছে। 

তারপর অফারটি যত নাম্বারে আছে ঠিক তত নাম্বার লিখে সেন্ড করবেন। যদি আপনার ফোনে ১৫৮ টাকা থাকে তাহলে আপনার উপরোক্ত অফারটি চলে আসবে। অর্থাৎ আপনি ১৫৮ টাকায় পেয়ে যাবেন ১২ জিবি এবং ১৮০ মিনিট। অফারটির মেয়াদ থাকবে সর্বোচ্চ ৩০ দিন। উক্ত অফারটি নিয়ে আপনি এবার উপভোগ করতে পারবেন।


শেষ কথা 

প্রিয় পাঠকবৃন্দ, আশা করছি আপনারা যদি আমার দেখানো নিয়ম অনুসরণ করেন তাহলে খুব সহজেই উক্ত আকর্ষণীয় অফারটি নিতে পারবেন। অর্থাৎ ১৫৮ টাকায় ১২ জিবি ও ৮০ মিনিট অফারটি খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। যদি অফার নিতে কোন সমস্যায় পড়েন আপনারা, তাহলে সরাসরি আমাদেরকে নক করবেন। আমরা আপনাকে সহযোগিতা করব। আর কি বিষয় নিয়ে আপনারা আর্টিকেল চান, তা আমাদেরকে জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন