টেলিটক মিনিট অফার ২০২৫


আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে টেলিটক মিনিট অফার ২০২৫ নিয়ে আলোচনা করব। সেই সাথে টেলিটকের মিনিট সম্পর্কে আরো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। 

টেলিটক সিমের মিনিট অফার ২০২৫

টেলিটক মিনিট অফার ২০২৫

আপনি যদি ২০২৫ সালের টেলিটক মিনিট অফার সম্পর্কে জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের আজকের এই আর্টিকেলটি আপনি মনোযোগ সহকারে পড়বেন। তাহলে আশা করছি আপনার টেলিটক সিমের মিনিট অফার নিয়ে আর কোন ঘাবলা থাকবে না। আপনি আমাদের আজকের এই আর্টিকেল থেকে টেলিটকের মিনিট অফার সম্পর্কে যাবতীয় সকল তথ্য জানতে পারবেন। 

টেলিটক ৩০ টা রিচার্জ অফার 

আপনি চাইলে টেলিটকে ৩০ টাকা করে রিচার্জ করে সুবিধা ভোগ করতে পারবেন, আপনার সিম যদি বর্ণমালা বা আগামী সিম হয়ে থাকে। তবে টেলিটকের অন্যান্য সিমে ও রিচার্জ করতে পারবে। রিচার্জ করা নিয়ে সমস্যা নেই। তো বর্ণমালা সিম ও আগামী সিমে ৩০ টাকা রিচার্জ করলে আপনি আলাদা একটি বোনাস পাবেন। আপনার রিচার্জ ৩০ টাকা তো আপনার একাউন্টে থেকে যাবে। এ ছাড়া আপনি ৩০ মিনিট বোনাস পাবেন সর্বোচ্চ দুই দিন কথা বলার জন্য। এটা হচ্ছে টেলিটকের বর্ণমালা ও আগামী সিমের একটি আকর্ষণীয় অফার।

টেলিটকের বান্ডেল মিনিট অফার

আপনি চাইলে টেলিটক এ ৪৭৭ মিনিট কিনতে পারবেন ২৮৭ টাকায়। যার মেয়াদ থাকবে ৩০ দিন। আপনাকে একটা কোড লিখে ডায়াল করতে হবে *১১১*২৮৭#। যারা রিলেশনে আবদ্ধ, প্রেমিক-প্রেমিকা অথবা আপনার বউয়ের সাথে কথা বলেন তাদের জন্য এই অফারটি জটিল একটি অফার। তারা চাইলে এই অফারটি নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারেন।


আপনি যদি ১৪৩ টাকা রিচার্জ করেন তাহলে পেয়ে যাবেন ১৮৬ মিনিট। এই অফারটির মেয়াদ থাকবে মাত্র ৭ দিন। অফারটা কিনতে হলে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন *১১১*৮৬#। ব্যাস হয়ে গেল। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হবে এবং অফারটি আপনাকে দিয়ে দেওয়া হবে। দ্রুত অফারটি নিয়ে উপভোগ করতে থাকুন। 

শুধুমাত্র ৮৬ টাকা রিচার্জ করলে টেলিটকে পেয়ে যাবেন ১৪৩ মিনিট অফার। অফারের মেয়াদ থাকবে ০৭ দিন। অফারটা নিতে ডায়াল করুন *১১১*৮৬#।

টেলিটকের ৪৪ টাকা রিচার্জ করলে পাবেন ১৮ মিনিট যার মেয়াদ থাকে পাঁচ দিন। ডায়াল করুন যদিও অফারটি নিতে চান *১১১*৪৪#

আপনি যদি ৩২ টাকা রিচার্জ করেন তাহলে পেয়ে যাবেন ৫৩ মিনিট যার মেয়াদ থাকবে মাত্র তিন দিন। অফারটি প্রযোজ্য হলে আপনাকে ডায়াল করতে হবে *১১১*৩২#

টেলিটকে ২৫ টাকা রিচার্জ করলে পেয়ে যাচ্ছেন ৫৩ মিনিট। মেয়াদ থাকবে মাত্র পাঁচ দিন। আপনাকে ডায়াল করতে হবে *১১১*৩২#।

১৪ টাকা রিচার্জ করলেই পেয়ে যাচ্ছেন ২৩ মিনিট। যারা একটু কম কথা বলেন, হঠাৎ করে কথা বলার প্রয়োজন পড়ছে, তারা ১৪ টাকার বিনিময়ে এই অফারটি নিতে পারেন। মেয়াদ থাকবে তিন দিন। অফারটি কেনার কোড হল *১১১*১৪#

শেষ কথা 

আমাদের আজকের আর্টিকেল থেকে আমরা আশা করছি আপনারা টেলিটক সিমের মিনিট অফার সম্পর্কে জানতে পেরেছেন। টেলিটক সিমের মিনিট সম্পর্কে আরো কিছু জানতে হলে আমাদেরকে মেসেজ করুন। এই দলের নিত্য নতুন আরো তথ্য পেতে হলে সবসময় আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন